মুক্তবার্তা ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সেনাবাহিনীর জীপ ও যাত্রীবাহী শাহ আমিন বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২ টায় স্থানীয় মৌলভীরকুম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সংঘর্ষে ৬ সেনা সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ৩ জন সেনা সদস্যকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়দের মতে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী শাহ আমিন বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর ছোট পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
চকরিয়া থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।