ঘোড়ামারা আজিজের রায় আজ

মুক্তবার্তা ডেস্ক: গাইবান্ধার সাবেক সাংসদ ও জামায়াত নেতা আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে আজ বুধবার রায় ঘোষণা করা হবে।

৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, আটক, অপহরণ, লুণ্ঠন ও নির্যাতনে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনা ২৯তম মামলার রায়। অন্যদিকে সর্বশেষ নবগঠিত এ ট্রাইব্যুনালে এটিই হবে প্রথম রায়।

এ আগে মঙ্গলবার নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায়ের জন্য বুধবার দিন ঠিক করে দেয়।

এ মামলার অন্য আসামিরা হলেন, মো. রুহুল আমিন ওরফে মঞ্জু (৬১), মো. আব্দুল লতিফ (৬১), আবু মুসলিম মোহাম্মদ আলী (৫৯), মো. নাজমুল হুদা (৬০) ও মো. আব্দুর রহিম মিঞা (৬২)।

গত ২৩ অক্টোবর উভয়পক্ষের দ্বিতীয়বারের মতো যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়েছিল। ২০১৬ সালের ২৬ জুন অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই ছয় আসামির বিচার শুরু করে আদালত।

Related posts

Leave a Comment