মুক্তবার্তা ডেস্ক:কক্সবাজারে মঙ্গলবার ঘূর্ণিঝড় মোরায় প্রাণ হারিয়েছেন তিনজন। এর মধ্যে দুজন গাছ চাপায় এবং একজন আতঙ্কে মারা গেছেন বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি আবদুর রহমান।
গাছ চাপা পড়ে নিহত দুজন হলেন- জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারার পূর্ব ডোমখালীর রহমত উল্লাহ এবং একই উপজেলার পূর্ব বড়হেউলা ইউনিয়নের সিকদারপাড়ার সায়েরা খাতুন। আর কক্সবাজার পৌরসভার নুনিয়াচটা আশ্রয়কেন্দ্রে আতঙ্কে মারা গেছেন মরিয়ম বেগম নামের এক বৃদ্ধা।
ঘূর্ণিঝড় মোরা উপকূলীয় এলাকা অতিক্রম করার সময় বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ে। ঘূর্ণিঝড় মোরার আঘাতে লণ্ডভণ্ড হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের বহু দোকান। ঝড়ে উড়ে গেছে বিশ্বের দীর্ঘ সমুদ্র সৈকতটির কোলঘেঁষে থাকা বিভিন্ন পয়েন্টের অনেক দোকানের চালা। এতে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো কক্সবাজার উপকূলজুড়ে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।