গ্যাসের মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত

মুক্তবার্তা ডেস্ক:চলতি মাসের ১ তারিখ থেকে দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করে চেম্বার জজ আদালতের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

দ্বিতীয় দফায় গ্যাসের মূল্যবৃদ্ধি ছয় মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ গত ৩০ মে স্থগিত করেছিলেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। একই সঙ্গে বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

সুব্রত চৌধুরী জানান, সোমবার প্রধান বিচারপতি বলেন, যেহেতু সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে এ বিষয়ে আমরা হস্তক্ষেপ করতে চাই না।

একইসঙ্গে জুলাইয়ের মধ্যে এ বিষয়ে দায়ের করা রিট নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন প্রধান বিচারপতি।

Related posts

Leave a Comment