‘গ্যাসের আবাসিক সংযোগ বিষয়ে নিরুসাহিত করছিঃনসরুল হামিদ

মুক্তবার্তা ডেস্ক:টাঙ্গাইল জেলা সদর মাঠে (হাজী আবুল হোসেন ইনিস্টিটিউট) হ্যাবিটের ইয়ুথ ফেস্টিভ্যালের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিদ্যুতের মূল্য বৃদ্ধিবিষয়ক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ব্যাপারে আমরা মূল্য সমন্বয় করার জন্য বারকে দিয়ে দিয়েছি। এটা বারকের উপর নির্ভর করছে। তারা পাবলিক হেয়ারিং করবে।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গি হামলা প্রতিরোধে বিদ্যুৎ স্টেশনগুলোতে পর্যাপ্ত সিকিউরিটি রয়েছে। গত বছর থেকে আমরা বিদেশি সিকিউরিটি কনসালটেন্ট হায়ার করেছি। ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি অন্য বিষয়গুলোরও ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের বড়বড় যেসব প্রকল্প চলছে- পায়রা, মাতারবাড়ী, রামপাল ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোতেও পর্যাপ্ত সিকিউরিটি নেয়া হয়েছে।’

টাঙ্গাইল সদর আসনের এমপি ও হাজী আবুল হোসেন ট্রাস্টের চেয়ারম্যান ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-  টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন প্রমুখ।

Related posts

Leave a Comment