গোমস্তাপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

মুক্তবার্তা ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫০ বোতল ফেনসিডিলসহ শফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

শফিকুল ইসলাম শিবগঞ্জ উপজেলার চককীর্তি গ্রামের সেতাউর রহমানের ছেলে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামাল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে আটটার দিকে গোমস্তাপুর-শিবগঞ্জ সড়কের ঈদগাহ মোড় থেকে রিক্সা-ভ্যান আরোহী শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা ব্যাগে ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।’

তিনি আরো বলেন, এ ঘটনায় তিনজনকে আসামী করে গোমস্তাপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment