মুক্তবার্তা ডেস্ক:গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তিযোদ্ধাসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। আহত ব্যক্তিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার মালেঙ্গায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত মুক্তিযোদ্ধার নাম মুর্তজা মোল্যা (৬৭)। তিনি নিজড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার। অপরজন ভ্যান গাড়ি চালক আসুদ মীনা (২৩)।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) ওমর ফারুক জানান, ইঞ্জিনচালিত একটি ভ্যানে করে মুর্তজা মোল্যাসহ তিনজন জেলা সদর থেকে নিজড়া গ্রামের বাড়ি যাচ্ছিলেন। তারা মালেঙ্গা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় ভ্যান থেকে তারা ছিটকে গিয়ে বাসের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই মুর্তজা মোল্যা ও আসুদ মীনা নিহত হয় এবং আহত হয় অপর ব্যক্তি। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।