গোদাগাড়ীতে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

মুক্তবার্তা ডেস্ক:রাজশাহী গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তার নাম শরিফুল। তিনি উপজেলার চর বয়ারমারি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।

মঙ্গলবার দুপুরে জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে হেরোইন নিয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছিলেন শরিফুল।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

Related posts

Leave a Comment