গুলশানের বাড়ি থেকে মওদুদকে উচ্ছেদে অভিযান

মুক্তবার্তা ডেস্ক:গুলশান-২ এ যে বাড়িতে বিএনপি নেতা মওদুদ আহমদ থাকতেন, সেটি থেকে তাকে উচ্ছেদে অভিযান শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। বাড়িটি তিনি অবৈধভাবে দখল করেছেন বলে আপিল বিভাগের রায়ের তিন দিন পর এই অভিযান শুরু হল।

বুধবার দুপুরের দিকে পুলিশের সহায়তায় এই অভিযান শুরু করে রাজউক।

গত তিন দশক ধরে গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িতে বসবাস করছেন মওদুদ। তার ভাইয়ের নামে জমিটির নামজারি করা হয়েছিল। এক বিঘা ১৩ কাঠা জমির ওপর ওই বাড়ি অবৈধভাবে দখল ও আত্মসাতের অভিযোগে ২০১৩ সালের ১৭ ডিসেম্বর গুলশান থানায় মওদুদ ও তার ভাইয়ের বিরুদ্ধে এই মামলা করেন দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ।

এই বাড়িটির দখল অবৈধ ঘোষণার বিরুদ্ধে মওদুদের করা রিভিউ আবেদন গত ৪ জুন খারিজ করে দেয় আপিল বিভাগ। ফলে তাকে বাড়িটি ছাড়তে হবে বলে সেদিন বলেছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মওদুদ অবশ্য রায়ের পর এক প্রতিক্রিয়ায় বাড়িটি না ছাড়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি সেদিন বলেন, ‘এই রায়ে সরকারকে বাড়ির স্বত্ত্ব দেওয়া হয়নি, অধিকার দেওয়া হয়নি। তিনি বলেন, ‘আমরা মূল মালিকের সঙ্গে বোঝাপড়া করব। উনার ছেলে করিম সুলায়মান আছেন। তাছাড়া আদালতও কিছু পর্যবেক্ষণ দেবেন।’

Related posts

Leave a Comment