মুক্তবার্তা ডেস্ক: প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের গুরুত্ব সবার আগে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রাজধানীর বারিধারায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুষমা স্বরাজ বলেন, ভারত ও বাংলাদেশের অমিমাংসিত ইস্যুগুলো দ্রুত সমাধান করা হবে। এর আগে ভারতের অর্থায়নে পরিচালিত ১৫টি প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এক বছরের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়নের আশা করেন তিনি। ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনের উদ্বোধন করেন সুষমা স্বরাজ।