গাজীপুরে কারখানায় আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে সিটি কর্পোরেশনের পূবাইল নারায়ণপুর এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুনুর রশিদ। মীরেরবাজার নারায়ণপুর এলাকায় আল রাজি পলিমার ইন্ডাস্ট্রিজের জিএম আবদুস সাত্তার যুগান্তরেকে জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। জয়দেবপুর, টঙ্গী ও কালীগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নেভান।

Related posts

Leave a Comment