মুক্তবার্তা ডেস্ক:ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অপরাধে গাজায় চারজনের ফাঁসি কার্যকর করেছে ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন হামাস। বৃহস্পতিবার ইরানি গণমাধ্যম প্রেস টিভি এ খবর প্রকাশ করে।
হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যার দুই সপ্তাহ পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। হামাস তাদের এই নেতাকে হত্যার জন্য তেল আবিবকে দোষারোপ করছে। বৃহস্পতিবার তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
গত ২৪ মার্চ গাজা সিটিতে জ্যেষ্ঠ হামাস কমান্ডার মাজেন ফাকহাকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়। হামাস এর জন্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং তাদের দোসরদের দায়ী করে। তখন হামাস অঙ্গীকার করেছিল তারা এই ‘ঘৃণ্য হত্যাকাণ্ড’র জবাব দেবে। তবে ফাঁসি কার্যকর হওয়া চার ব্যক্তি ফাকাহ’র হত্যার সঙ্গে জড়িত ছিল না।