গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) লিটনের আসনে নৌকার জয়

মুক্তবার্তা ডেস্ক:গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীকে।

নৌকা প্রতীকে ভোট পড়েছে ৯০ হাজার ১৬৯টি। আর লাঙ্গল প্রতীকে ভোট পড়েছে ৬০ হাজার ১০০টি।

১০৯টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন। এই নির্বাচনে আরও পাঁচজন প্রার্থী থাকলেও তারা আলোচনায় নেই।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে  বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল কম। দুপুরের পর কিছুটা বাড়লেও এই নির্বাচন নিয়ে খুব বেশি উৎসাহ উদ্দীপনা দেখা যায়নি ভোটারদের মধ্যে।

Related posts

Leave a Comment