মুক্তবার্তা ডেস্ক: ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্ম বার্ষিকিতে উপস্থিত ছিলেন না বাবা নায়ক শাকিব খান। তবে ছেলের মঙ্গল কামনা করে একটা সওয়াবের কাজ ঠিকই করেছেন ঢালিউডের অন্যতম এ সুপারস্টার। ছেলের জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে তিনি গরিব ও অসহায় ব্যক্তিদের জন্য গুলশানের একটি মসজিদে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে নিজ হাতে নায়ক খাবার তুলে দেন গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে।
শাকিবপত্নী চিত্রনায়িকা অপু বিশ্বাস খান এমনটা জানিয়েছেন। ছেলের জন্মদিনে না থাকলেও দুপুরবেলা বাসায় এসে আব্রামের সঙ্গে অনেকটা সময় কাটান শাকিব এবং ছেলেকে স্বর্ণের চেইন উপহার দেন বলেও জানান তিনি। বুধবার রাত ৯টার দিকে গুলসানের একটি হোটেলে আব্রামের জন্মদিনের কেক কাটার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অপু এসব কথা বলেন।
রাত ৮টা ৫০ মিনিটে অপু বিশ্বাস অনুষ্ঠানস্থলে আসেন। এসেই সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমার সন্তানের প্রথম জন্মদিন অনুষ্ঠান এটা। গুছিয়ে করতে পেরেছি কি-না জানি না। আমার জয়ের জন্য সবাই দোয়া করবেন। ও যেন মানুষের মতো মানুষ হতে পারে।’ তবে জয়ের বাবা শাকিব খান কেন ছেলের জন্মদিনে আসেননি, এ বিষয়ে তেমন কিছুই বলেননি অপু।
তারকা দম্পতি শাকিব ও অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনে বুধবার রাতে গুলসানের একটি হোটেলে জমকালো পার্টির আয়োজন করেন মা অপু বিশ্বাস। অনুষ্ঠানে রাত ৮টার পর একে একে সেখানে উপস্থিত হন চিত্রনায়ক রিয়াজ, তার স্ত্রী তিনা ও কন্যা, নায়ক বাপ্পী চৌধুরী, নায়িকা পূর্ণিমা, শাবনূর, ডিএ তায়েব, কণ্ঠশিল্পী মমতাজ, ফ্যাশন বিশেষজ্ঞ কানিজ আলমাস খান ও চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস প্রমুখ।
রাত পৌনে ৯টায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মা অপু ছেলে জয়ের জন্মদিনের কেক কাটেন। মুকুট আর শেরওয়ানি পরিহিত জয় ছিল আয়োজনের মধ্যমনি। অনুষ্ঠানে উপস্থিত সবাই তার সঙ্গে সেলফি তোলার জন্য ব্যস্ত ছিল। আর সকলের কণ্ঠে ছিল একটাই আফসোস ‘ইশ! শাকিব থাকলে আরও ভালো হতো’।