মুক্তবার্তা ডেস্ক:গত ৫০ বছর এতো বৃষ্টিপাত দেখেনি মন্ট্রিলবাসী। এ বছরের বৃষ্টিপাত বিগত পাঁচ দশকের বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। কানাডার পাবলিক সেফটি বিভাগের মুখপাত্র ড্যান ব্রিয়েন জানিয়েছেন, আমরা গত ৫০ বছরে এমন বৃষ্টিপাত আর দেখিনি।
ভারি বৃষ্টিপাত এবং তুষার গলে যাওয়ায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কুইবেক প্রদেশ এবং ব্রিটিশ কলম্বিয়াসহ দেশের বেশ কিছু স্থানে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে তিনজন নিখোঁজ রয়েছে।
এদিকে, গাড়িতে করে যাওয়ার সময় বন্যার পানিতে ভেসে গেছেন আরো একজন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে জরুরি বিভাগ। বন্যা পরিস্থিতি খারাপ হতে শুরু করায় রোববার বিকেলে ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়।