গণভবন এলাকায় গুলিবিদ্ধ এসপিবিএন সদস্যের মৃত্যু

মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের পাশে দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমান মারা গেছেন। গতকাল রাতে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আতিকুরের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং গ্রামে। তার বাবার নাম পাহাড় মিয়া। তার ব্যাচ নম্বর ১৩৪১৭। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

গতকাল রাত ১২টার দিকে গণভবনের উত্তর গেট (মসজিদ সংলগ্ন) এলাকায় দায়িত্ব পালনের সময় বুকে গুলিবিদ্ধ হন আতিকুর রহমান। পরে এসপিবিএনের কয়েকজন সদস্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত দেড়টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাত সাড়ে ১২টার দিকে বুকের ডান পাশে গুলিবিদ্ধ অবস্থায় নায়েক আতিকুরকে এসপিবিএনের কয়েকজন সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনেন। পরে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কীভাবে আতিকুর গুলিবিদ্ধ হয়েছিলেন বিষয়টি পরিষ্কার না হলেও নিহতের সহকর্মীরা জানিয়েছিলেন নিজের রাইফেলের গুলিতে আতিকুর আহত হয়েছিলেন।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিজি বিশ্বাস জানান, তার গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

Related posts

Leave a Comment