মুক্তবার্তা ডেস্ক: দুর্গা পূজা দেখতে গিয়ে এক কিশোরীকে কয়েকজন যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মেয়েটির বাবা পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। পরে মনজুরুল নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার মেয়েটির বাবা রুহিয়া থানায় মামলা করেন।
মামলার আসামিরা হলেন- মনজুরুল, হোসেন আলী, মানিক আলী, মামুন রহমান ও আশরাফুল ইসলাম।
পুলিশ ও মেয়েটির পারিবার বলছে, ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর কেরানিপাড়া এলাকার এক কিশোরী (১৪) শুক্রবার তার খালাতো ভাইয়ের সাথে প্রতিমা দর্শনে বাড়ি থেকে বের হয়। ওই দিন মখাবান্দি মণ্ডপ থেকে বাদিয়ার মোড়ে যাওয়ার পথে ব্যারিস্টার স্কুলের কাছে পৌঁছলে ৪-৫জন যুবক তাদের পথরোধ করে। তারা ওই মেয়েকে তুলে নিয়ে গিয়ে ঢোলারহাট চোপড়াপাড়া মিশনের পাশে গিয়ে দলবেঁধে ধর্ষণ করে।
এ সময় মেয়েটি অজ্ঞান হয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেয়। পরে কিশোরীর জ্ঞান ফিরলে ঘটনাটি তার পরিবারকে জানায়।
রুহিয়া থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন জানান, নির্যাতিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।