গণতন্ত্র পুনরুদ্ধার করবে ঢাকার দুই কমিটি: ফখরুল

মুক্তবার্তা ডেস্ক:গণতন্ত্র পুনঃরুদ্ধারের আন্দোলনে নবগঠিত ঢাকা মহানগর বিএনপির দুই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তারা সফল হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  ‘তারুণ্যনির্ভর’ এই কমিটি আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলেও মনে করছেন তিনি।

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর বিএনপির দুই কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এই আশার কথা বলেন।

মঙ্গলবার গভীর রাতে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে দুই ভাগ করে নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। দক্ষিণের সভাপতি নির্বাচিত হয়েছেন হাবিব-উন-নবী খান সোহেল। ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক এই সভাপতি অবিভক্ত ঢাকা মহানগরীর কমিটির সদস্য সচিব ছিলেন। ৭০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির সাধারণ সম্পাদক  করা হয়েছে কাজী আবুল বাশারকে।

উত্তরের সভাপতির নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম। ৬৬ সদস্য বিশিষ্ট এই কমিটির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা মহানগর বিএনপি’র কমিটি হওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। নেত্রীর (খালেদা জিয়া) তত্ত্বাবধানে একটি সত্যিকার অর্থে ভালো কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে পরীক্ষিত সৈনিকদের স্থান দেয়া হয়েছে। কমিটির অধিকাংশ ক্ষেত্রেই তরুণদের অগ্রাধিকার দেয়া হয়েছে। শুধু তাই নয়, যে সমস্ত পদ এখনো শূন্য আছে সেখানেও কাউকে নেয়ার সুযোগ থাকবে।’

এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘সরকার একটি নীলনকশা নিয়ে এগুচ্ছে, নীলনকশার ষড়যন্ত্র চলছে কাজ করতে না দেয়ার জন্য।’

Related posts

Leave a Comment