মুক্তবার্তা ডেস্ক:বিএনপির মুখে গণতন্ত্রের বুলি বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি এই দেশে গণতন্ত্র উৎখাতের জন্য পেট্রোল বোমা মেরেছ, তারাই আবার গণতন্ত্রের কথা বলে।’
শুক্রবার রাজধানীর কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএর কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। পেশাজীবী গাড়ি চালকদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা ও গণসচেতনা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ, ইকুরিয়া।
‘বিএনপির মুখে গণতন্ত্রের কথা ভুতের মুখে রাম না’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা কোন গণতন্ত্রের কথা বলে? তারা গণতন্ত্রকে উৎখাতের জন্য তিন মাস পেট্রোল বোমা মেরে জনজীবন দুর্বিসহ করে তুলেছিল।’
ওবায়দুল কাদের বলেন, ‘সারা বিশ্ব বাংলাদশের চলমান গণতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে। যার প্রমাণ সম্প্রতি হয়ে যাওয়া আইপিইউ সম্মেলন। যেখানে ১৩২টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছিল। আর সেখানে সরকারকে নিয়ে ক্রমাগত বিকৃত কথা বলেছে বিএনপি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে খারাপ কথা বলানো হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আসলে ফখরুল সাহেব খারাপ কথা বলেতে চান না, তাকে দিয়ে খারাপ কথা বলানো হচ্ছে। বিএনপি সরকারকে নিয়ে বিকৃত কথা বলছে বলেও মন্তব্য করেন তিনি।