মুক্তবার্তা ডেস্ক: সময়ের সঙ্গে সেই চিন্তা অনেকটাই কমে এসেছে। আকাশে ঘনকালো মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। দুপুরের দিকে এক পশলা বৃষ্টি হলেও, মাঠ অনেকটাই প্রস্তুত এখন। আর বৃষ্টি না হলেও সন্ধ্যা ছয়টায় ম্যাচ শুরুর জোর সম্ভাবনা।
নিয়মানুযায়ী রাত নয়টার মধ্যে মাঠে বল না গড়ালে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে বিপিএলের বাইলজ অনুযায়ী সোজা ফাইনালে চলে যাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হবে মাশরাফির রংপুর রাইডার্সের।
কি বলছে বিপিএলের বাইলজ? কোয়ালিফায়ার রাউন্ডে কোনো রিজার্ভ ডে রাখা হয়নি। তাই বৃষ্টি বা অন্য কনো কারণে ম্যাচ পরিত্যাক্ত হলে প্রথম রাউন্ডের জয় পরাজয় ও মুখোমুখি লড়ইয়ের ফলের উপর ভিত্তি করে নির্ধারীত হবে বিজয়ী।
আর তাতে নিশ্চয়ই হতাশ হওয়ার কথা রংপুরের। কারণ প্রথম রাউন্ডে জয়ের দিক দিয়ে কুমিল্লার চেয়ে অনেক পিছিয়ে রংপুর। কুমিল্লার জয় যেখানে নয়টি, রংপুরের সেখানে মাত্র ছয়টি। মুখোমুখি লড়াইয়েও খারাপ অবস্থানে মাশরাফির রংপুর। প্রথম রাউন্ডের দুই ম্যাচেই কুমিল্লার কাছে হারতে হয়েছে রংপুরকে।
তার মানে মাঠে বল না গড়ালে সোজা ফাইনালে উঠে যাবে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর বাদ পড়বে রংপুর রাইডার্স। প্রথমবারের মতো ফাইনাল খেলার স্বপ্নভঙ্গ হবে তাদের। তবে আকাশের যা অবস্থা তাতে ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।