মুক্তবার্তা ডেস্ক:খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানার ১নং বয়রা ক্রস রোড এলাকায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম হোল্ডার ফকির।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ ঘরে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, দুপুর ১২টার দিকে ১নং বয়রা ক্রস রোড এলাকায় ওয়াকেল ফকিরের ছেলে হোল্ডার ফকিরকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।