মুক্তবার্তা ডেস্ক:খুলনা সদর থানা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মুন্সি রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
শনিবার ভোরে নগরীর টুটপাড়া এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মিজানুর রহমান জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া বালুরমাঠ এলাকায় অভিযান চালানো হয়। পুলিশকে দেখামাত্র রাজুসহ তার বাহিনীর লোকজন পুলিশেও ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে বাহিনীর সব সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাজুর গুলিবদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। বন্দুকযুদ্ধের সময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ওসি আরও জানান, রাজু একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।