মুক্তবার্তা ডেস্ক:‘বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে বিএনপি। ১৩ মে শনিবার দিনব্যাপী রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে শিক্ষা নিয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এই সেমিনারে থাকবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এ সেশনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় আসতে পারছেন না।
দ্বিতীয় সেশনে সভাপতি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির একটি সূত্র জানায়, আলোচনায় খালেদা জিয়াও এই সেশনে বক্তব্য রাখবেন।
শায়রুল কবির খান জানান, পুরো সেমিনারে শিক্ষাব্যবস্থা নিয়ে পাঁচটি প্রবন্ধ পাঠ হবে। এই নিবন্ধগুলো উপস্থাপন করবেন, ড. মাহবুব উল্লাহ, ড. আ ফ ম ইউসূফ হায়দার, ড. সিরাজুল ইসলাম, ড. সিদ্দিকুর রহমান ও ড. সাব্বির মোস্তফা। সেমিনার সঞ্চালনা করবেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম।