মুক্তবার্তা ডেস্ক:আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন।
প্রধানমন্ত্রীর ভারত সফরে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকের বিষয়ে বিএনপির অবস্থান জানাতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বুধবার রাতেই গুলশান কার্যালয়ে ২০-দলীয় ঐক্যজোটের বৈঠক আহ্বান করেছেন খালেদা জিয়া।