মুক্তবার্তা ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ইতিহাসের সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী বলে দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি দেশ পরিচালনায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কাছ থেকে পরামর্শ নিতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন।
রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ কথা বলেন তিনি। চাল ও শিশু খাদ্যসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় জাতীয় ঐক্য গঠনের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে গণসংস্কৃতি দল নামের বিএনপিপন্থী একটি সংগঠন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু বলেন, ‘বিএনপি ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন চায়নি বলে এর বিরোধিতা করে আপনাকে বলেছিল এমন নির্বাচন করবেন না, করলে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। কথাটা শুনলে আপনি (শেখ হাসিনা) ইতিহাসের সবচেয়ে বাজে প্রধানমন্ত্রী হতেন না।’
দেশ এখন একটি অপশাসনের মুখোমুখি হয়েছে বলে দাবি করেন শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘দেশে এখন কোনো মানুষের জানমালের নিরাপত্তা নেই। শিশুরা আজকে যে খাবার খাবে সেটাও লুটপাট করছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদুর পরামর্শ, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও দেশ পরিচালনা করেছেন। আপনি ব্যর্থ হলে তার (খালেদা) কাছ থেকে পরামর্শ নিতে পারেন।’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘নিউয়র্কে বসে আপনি যেসব কথা বলছেন তাতে আমরা লজ্জিত। বেশি অহংকার করে কথা বলবেন না, দেশ পরিচালনায় আওয়ামী লীগের সাফল্য আছে, তা দেশের কোনো মূর্খ মানুষও বলতে পারবে না।’
এ সময় তিনি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বলেন, ‘লন্ডন সফররত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া খুব শিগগির দেশে ফিরে সহায়ক সরকারের রূপরেখা দেবেন, তা সরকার মেনে নিলে ভালো। না মানলে যে আন্দোলনের মুখোমুখি হতে হবে, তা হবে ইতিহাসের ভয়াবহতম আন্দোলন।’