খালেদার নাইকো দুর্নীতি মামলা হাইকোর্টে স্থগিত

মুক্তবার্তা ডেস্ক:দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করেছেন হাইকোর্ট। একই বিষয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে এই মামলা।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি শেখ আব্দুল আওয়াল এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মওদুদ আহমদ ও মাহবুব উদ্দিন খোকন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

ব্যারিস্টার সানজিত সিদ্দিকী হাইকোর্টের এই আদেশের বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment