খালেদার দুই মামলার পরবর্তী শুনানি ১৫ জুন

মুক্তবার্তা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির জন্য ১৫ জুন দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসার মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান সময়ের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন বেলা ১১টা ১১ মিনিটে আদালত চত্বরে উপস্থিত হন বেগম খালেদা জিয়া।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ (বৃহস্পতিবার) খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য ছিল। বক্তব্য শেষে খালেদা জিয়ার আইনজীবীরা তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক হারুন অর রশিদকে পুনরায় জেরা করার সময়ের আবেদন করেন।

আদালত সময়ের আবেদন মঞ্জুর করে ১৫ জুন শুনানির দিন ধার্য করেন।

Related posts

Leave a Comment