খালেদার জন্মদিনের মিলাদ বিএনপি অফিসে

মুক্তবার্তা ডেস্ক: উত্তরাঞ্চলে বন্যার কারণে কেক কাটার আনুষ্ঠানিকতা না থাকলেও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালনে দলীয় কার্যালয়ে মিলাদের আয়োজন করেছে বিএনপি।

দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এই মিলাদের আয়োজন করা হয়। গত বছরও কেক কাটার আয়োজন বাতিল করে দলীয় কার্যালয়ে মিলাদের আয়োজন করা হয়েছিল।

১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন নিয়ে সমালোচনায় মুখর আওয়ামী লীগ। বিএনপি নেত্রী ৯০ দশকের মাঝামাঝি সময় থেকে এই উদযাপন শুরু করেন। যদিও ১৯৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর তার জন্মদিন হিসেবে অন্য একটি তারিখের কথা জানানো হয়েছিল তার কার্যালয় থেকে।

আওয়ামী লীগের অভিযোগ বঙ্গবন্ধুর মৃত্যুর দিবসটিতে আনন্দ করতেই খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করেন। তবে গত বছর ‘গুম, খুনে’ নিহতদের প্রতি সহমর্মিতা জানাতে কেক না কাটার কথা জানিয়েছিল বিএনপি। এবার টানা দ্বিতীয় বছরের জন্য কেক কাটেনি দলটি।

মির্জা আব্বাস বলেন, ‘দেশের চলমান এই দুর্দিনে কোনও প্রকার অনুষ্ঠান করা যাবে না, তাই চেয়ারপারসনের আশু রোগমুক্তি এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করছি।’

নেতাকর্মীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘পত্রপত্রিকায় দেখছি এই বন্যা স্বাভাবিক কোনও বন্যা নয়, একটি অস্বাভাবিক বন্যা। যদিও আমাদের কাছে কিছু নাই। তারপরও দেশে যখনই বন্যা হয়েছে বিএনপি পাশে দাঁড়িয়েছে, এবারও দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াব।’

Related posts

Leave a Comment