খালেদাকে জেলে পাঠানোর চিন্তা আমাদের নেই: কাদের

মুক্তবার্তা ডেস্ক:বিএনপির পক্ষ থেকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হতে পারে বলে আশঙ্কা করা হলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কোনো ভাবনা সরকারের নেই। তবে আদালতে কেউ দোষী সাব্যস্ত হলে তিনি কারাগারে যাবেন না কি ক্ষমা পাবেন সেটা আদালতের বিষয় বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রেডিসন হোটেলের সামনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

গতকাল এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হবে না। তাকে সাজা দিয়ে নির্বাচন দেয়া হলে দেশের মানুষ সে নির্বাচনে অংশ নেবে না।’

ফখরুল বলেন, ‘বিএনপি নির্বাচন করতে চায়। কিন্তু সে নির্বাচন হতে হবে সবার অংশগ্রহণে এবং সবার কাছে গ্রহণযোগ্য। একটি নিরপেক্ষ সরকারের অধীনে এই নির্বাচন হতে হবে। তিনি বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনে যাবে কি না, তা নির্ভর করবে ওই সময় কোন ধরনের সরকার ক্ষমতায় থাকবে এবং নির্বাচন কমিশনের ভূমিকা কেমন থাকবে এসবের ওপর।’

মির্জা ফখরুলের বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশের সংবিধান ও নির্বাচন বসে থাকবে না।’ তিনি বলেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার খুব কাছাকাছি গিয়েও শশীকলা জেলে যেতে হয়েছে। তার জন্য ভারতের সরকার কিংবা নির্বাচন যেমন বসে থাকবে না খালেদা জিয়ার জন্যও বাংলাদেশের নির্বাচন ও সংবিধান বসে থাকবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘সময় ও স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনি বাংলাদেশের সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না।’

রাজধানীর বিমানবন্দর থেকে বনানী ওভারপাস পর্যন্ত রাস্তার সৌন্দয বর্ধনের আধুনিকায়ন করতে ‘ভিনাইল ওয়ার্ড গ্রুপে’র দ্বিতীয় পর্বের কাজ শুরু হয়েছে। এই কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

Related posts

Leave a Comment