মুক্তবার্তা ডেস্ক:ক্ষমতা হারানোর ভয়ে সরকার আতঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সরকার সব দিকে ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। সময় ফুরিয়ে আসায় যে কোনো মূহর্তে তাদের পতন ঘটতে পারে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘হাওর অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা’র দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করার আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘বিএনপি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এজন্য সরকারকেই সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। তা করতে ব্যর্থ হলে গণ-আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত করা হবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীর পদত্যাগ দাবি করে দুদু বলেন, ‘সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ হাওর অঞ্চলের দুর্গত এলাকা নিয়ে মন্ত্রী এবং তার সচিব ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এজন্য আমরা তাদের পদত্যাগ দাবি করছি।’