ক্ষমতাসীন জোটে অস্বস্তি

মুক্তবার্তা ডেস্ক: শরিকদের ছাড়া আওয়ামী লীগ হাজার বছরেও ক্ষমতায় আসতে পারবে না, ফ্যা, ফ্যা করে ঘুরতে হবে- জাসদ সভাপতি হাসানুল হক ইনুর এমন বক্তব্যে ক্ষমতাসীন জোট ১৪ দলে তোলপাড় চলছে এখনো। কিছুটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে জোটে। নির্বাচনের এক বছরের মতো বাকি থাকতে এই ধরনের বক্তব্য কেন এলো, সেটাও জানা-বোঝার চেষ্টা করছেন নেতারা।

ইনু কেবল একদিন জনসভায় এই বক্তব্য বলেই থামেননি। তবে অতি সংবেদনশীল বলে বিষয়টি নিয়ে সরাসরি প্রতিক্রিয়া জানাতে সতর্ক আওয়ামী লীগ নেতারা। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিক্রিয়ার অপেক্ষায় তারা।

জোটের মধ্যে বিশেষ করে আওয়ামী লীগ ও ইনুর নেতৃত্বাধীন জাসদের সম্পর্কে যে কিছুটা টানাপড়েন চলছে, সেটা বুধবার কুষ্টিয়ায় জাসদের সমাবেশে ইনুর বক্তব্যে ফুটে উঠেছে। পরদিন সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তিনি জোটের শরিকদের তুচ্ছতাচ্ছিল্য না করতে আওয়ামী লীগের নেতাদের প্রতি যে ইঙ্গিত করেছেন, তাতে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বলেই মনে করছেন শরিক দলের নেতারা।

শরিক দলের একাধিক নেতা ইনুর বক্তব্যের প্রতি কিছুটা সমর্থন জানিয়েছেন। তবে এই বক্তব্য সময়োপযোগী হয়েছে কি না, সে বিষয়ে সন্দিহান তারা। তবে এমন বক্তব্যে জোটে প্রভাব পড়বে না বলেই বিশ্বাস নেতাদের।

Related posts

Leave a Comment