মুক্তবার্তা ডেস্ক:রাজধানীর আগারগাঁও এর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলছে কম্পিউটার মেলা। মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে প্রতিটি পণ্যের সাথে মূল্য ছাড় বা উপহার। ক্রেতারা ছাড় ও উপহারের সুযোগ নিয়ে তাদের পছন্দসই প্রযুক্তিপণ্য কিনে নিচ্ছেন। দিন যত গড়াচ্ছে মেলায় ক্রেতাদের সংখ্যা ততই বাড়ছে।
মেলায় রয়েছে থ্রিডি শো, ভিআর শোর ব্যবস্থা। মেলায় আসা দর্শনার্থীরা বিনামূল্যে এসব শো দেখতে পারছেন। রয়েছে লাল-সবুজের সমন্বয়ে স্কাইলাইট, ফটোবুথ। এছাড়াও প্রতিবারের মতো এবারও গেমারদের জন্য রয়েছে গেমিং জোন। প্রতিদিন সন্ধায় অনুষ্ঠিত হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান।
মেলা চলছে প্রতিদিন ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। মেলায় প্রবেশ টিকিটের ওপর প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা পরিচয় পত্র দেখিয়ে মেলায় বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এতে কম্পিউটারসহ নানা পুরস্কার রয়েছে। এতে মেলায় এসে যে কেউ জিততে পারবে ল্যাপটপ কম্পিউটার।