কোহলি-ধোনিদের নতুন জার্সি

মুক্তবার্তা ডেস্ক:চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণার সময় শেষ হয়ে গেছে কিছু দিন আগেই। সব দল নিজেদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করলেও আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে বিরোধিতার জেরে এখনো দল ঘোষণা করেনি ভারত। এরই মধ্যে গুঞ্জন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম প্রত্যাহারও করে নিতে পারে কোহলিরা। তবে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে কোহলি-ধোনিদের জন্য নতুন জার্সি উন্মোচন করলো ভারতের টিম স্পন্সর অপ্পো।

২০১৪ সালে সাহারা ইন্ডিয়া ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পন্সরশিপ থেকে নাম তুলে নেওয়ার পর থেকে স্টার স্পোর্টসের সঙ্গে ২০১৪ থেকে ২০১৭ সালের মার্চ মাস পর্যন্ত চুক্তি হয় বিসিসিআইয়ের। গত মার্চ মাসে স্টার স্পোর্টসের সঙ্গে চুক্তি শেষ হয়েছে টিম ইন্ডিয়ার। যদিও নতুন করে ভারতীয় ক্রিকেট দলকে স্পন্সর করতে রাজি হয়নি এই নামী ক্রীড়া সম্প্রচার সংস্থাটি।

Related posts

Leave a Comment