কোহলির প্রতিদিন আয় ৫ কোটি!

মুক্তবার্তা ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। মাঠ থেকে সামাজিক মাধ্যম, সর্বত্রই ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা তাই দিনের পর দিন বেড়েই চলেছে। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের তাই সোশ্যালে বাড়ছে অনুগামীর সংখ্যাও।

ফেসবুক বা টুইটার নয়, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিরাট কোহলির রোজগার কত জানেন? ভারতীয় মিডিয়া জানাচ্ছে, এক একটি বিজ্ঞাপনের জন্য কোহলি প্রতিদিন আয় করেন কমপক্ষে ২.৫ থেকে ৪ কোটি করে। ওই আয়ের পরিমাণ আরও বাড়াতে চাইছেন বিরাট। আর সেই কারণে এবার থেকে বিজ্ঞাপনের জন্য কোহলি ৫ কোটি করে পারিশ্রমিক দাবি করতে পারেন বলে খবর। অন্যদিকে ইনস্টাগ্রাম যে কোনও বিজ্ঞাপনের প্রচার করে কোহলি ৩.২ কোটি করে রোজগার করেন।

শুধু তাই নয়, বিজ্ঞাপনের জন্য লিওনেল মেসির তুলনায় বর্তমানে কোহলি অনেক বেশি জনপ্রিয় বলেও জানা যাচ্ছে। পাশাপাশি ভারতীয় খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে বিজ্ঞাপনের জন্য বিরাটের চাহিদাই সবচেয়ে বেশি।

Related posts

Leave a Comment