মুক্তবার্তা ডেস্ক:‘অল্প কিছুদিনের মধ্যে বিনা বিচারে কেউ কারাগারে আটক থাকবে না’ বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতির উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের প্রতি অত্যন্ত সবিনয় এবং প্রধান বিচারপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা অনেক উন্নয়নশীল দেশ দেখেছেন, অনেক উন্নত দেশ দেখেছেন। আপনারা আমাদের প্রতিবেশি দেশও দেখেছেন। কোনো দেশে কিন্তু বিচারকার্য ছাড়া মাননীয় প্রধান বিচারপতিরা এত উষ্মা, এত কথা পাবলিকলি (জনসম্মুখে) বলেন না।’
‘আমার কথা হচ্ছে নিশ্চয়ই উনি প্রয়োজনে বলেন, এটা আমি অস্বীকার করি না। কিন্তু উনাদের যদি কোনো দুঃখ-কষ্ট থাকে, এগুলো যদি উনি পাবলিকলি না বলে আমাদেরকে জানান তাহলে আমরা হয়তো ওগুলো সমাধানের চেষ্টা করব কিংবা সুরাহা করার চেষ্টা করব। আমি সব সময় কিন্তু আলাপ-আলোচনার মাধ্যমে সবকিছু নিরসন হোক এটা চাই। আমি কোনো আচারণে সৎমাসুলভ ব্যবহার দেখি না। তবে সেটা যদি উনি পয়েন্টআউট করে দেন সেটা আলোচনার মাধ্যমে আমরা নিশ্চয় নিষ্পত্তি করতে পারি।’
তিনি বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্ট করে বলে দিতে চাই, বর্তমান সরকার বিচার কার্যে কখনও হস্তক্ষেপ করে না, আগামীতে কখনও হস্তক্ষেপ করবে না। বিচার বিভাগ স্বাধীন।’