মুক্তবার্তা ডেস্ক:খুলনা-২ আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেছেন, কোনো অপশক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না। ছাত্রলীগকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
বুধবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মহানগর ছাত্রলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ী ছাত্রলীগের কর্মী হতে পারে না।’