কোটি টাকার গাড়ি ফেলে গেলেন ‘সম্মানিত’ ব্যক্তি

মুক্তবার্তা ডেস্ক:একটি বিলাসবহুল গাড়ি কয়েক বছর ধরে ব্যবহারের পর এক ‘সম্মানিত’ ব্যক্তি জানতে পারেন এটি আনা হয়েছে শুল্ক ফাঁকি দিয়ে। আর এই কারণে সেটি সড়কের ধারে ফেলে গেছেন তিনি। গাড়িতে একটি চিঠিও লিখে যান তিনি। এতে নিজের পরিচয় না জানিয়ে জানান, তিনি একজন সম্মানিত ব্যক্তি। তার পরিচয় যেন কেউ জানার চেষ্টা না করে।

সড়কের ধারে দামি গাড়ি পড়ে আছে-এই খবর পেয়ে রাজধানীর হাতিরঝিল প্রকল্পের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সেটি উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

জার্মান পোরশে কার এটি। এর দাম চার কোটি টাকা। এই ধরনের গাড়ি বাংলাদেশে আনতে দামের দ্বিগুণের চেয়েও বেশি কর দিতে হয়। এ কারণে নানা কৌশলে অনেকে শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি নিয়ে আসেন।

ফেলে রাখা গাড়িটির চালকের আসনে একটি চিঠিও পাওয়া গেছে। চিঠিতে নাম-ঠিকানা কিছুই লেখা নেই।  এতে লেখা হয়, ‘জনাব, আমি বিগত কয়েক বছর ধরে এই গাড়িটি ব্যবহার করছি। গাড়িটি আমার অনেক প্রিয় ও আবেগের। সম্প্রতি আমি জানতে পারি, এই গাড়িটি ট্যাক্স ফাঁকি দেয়া হয়েছে।’

নিজের পরিচয় প্রকাশ না করলেও ওই ব্যক্তি লেখেন, ‘আমি সমাজের সম্মানী ব্যক্তি। আমাকে অনেকে চিনে। মানসম্মানের কথা ভেবে আমি নিজের ইচ্ছায় গাড়িটি ফেলে রেখে গেলাম। দয়া করে আমাকে আপনারা খোঁজার চেষ্টা করবেন না।’

গত কয়েক মাস ধরে শুল্ক ফাঁকি দিয়ে আনা বা বিশেষ সুবিধায় দেশে আনার পর বেআইনিভাবে ব্যবহার করা বেশ কিছু গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দারা। এর মধ্যে চিঠি পেয়ে দুটি গাড়ি হস্তান্তার করেছে বিশ্বব্যাংকও।

ফেলে যাওয়া গাড়িতে রাখা চিঠেতে এই অভিযানের প্রশংসাও করেন ওই ব্যক্তি। তিনি লেখেন, ‘আপনাদের অভিযানগুলোর আমি প্রশংসা করছি। আমার প্রিয় এই গাড়িতে ট্যাক্স ফাঁকি দিয়ে অন্যায় করলেও এটা জমা দেয়ার মাধ্যমে আমি সেটির প্রায়শ্চিত্ত করলাম।’

Related posts

Leave a Comment