মুক্তবার্তা ডেস্কঃ কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে রুশ সেনাদের বিরুদ্ধে। গত মাসে ইউক্রেনের সঙ্গে শস্য চুক্তি থেকে বেরিয়ে আসার পর প্রথমবারের মতো সশস্ত্র উপায়ে বাণিজ্যিক জাহাজকে সতর্ক করল মস্কো।
রবিবার এ ঘটনা ঘটে। রাশিয়ার দাবি, জাহাজটি ইউক্রেনের দিকে যাচ্ছিল। তবে অন্য সূত্রগুলো জানায়, এর গন্তব্য ছিল রোমানিয়া।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, একটি পণ্যবাহী জাহাজে সতর্কীকরণ গুলি ছুড়েছে রুশ পেট্রলশিপ ভাসিলি বাইকভ।
তারা বলছে, জাহাজটি ইউক্রেনের ইজমাইল বন্দরের দিকে যাচ্ছিল। পরিদর্শনের জন্য থামাতে বলা হয়। ওই নির্দেশ না মানায় স্বয়ংক্রিয় অস্ত্র থেকে সতর্কীকরণ গুলি চালানো হয়েছিল।