মুক্তবার্তা ডেস্ক:চলতি বোরো মৌসুমে কৃষকের কাছ থেকে সরাসরি ৭ লাখ মেট্রিক টন ধান এবং ৮ লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার।
৮ লাখ মেট্রিক টন চালের মধ্যে ১ লাখ মেট্রিক টন থাকবে আতপ চাল। আতপ চাল বাদে বাকি চালের দাম ধরা হয়েছে ৩৪ টাকা আর আতপ চালের দাম ধরা হয়েছে ৩৩ টাকা কেজি। এ ছাড়া ধান প্রতিকেজি ২৪ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা হবে।
ধানের মূল্য কৃষককে সরাসরি অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পরিশোধ করা হবে।
রোববার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধান কমিটির বৈঠক শেষে খাদ্যমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, চলতি মৌসুমে ১ লাখ মেট্রিক টন গম সংগ্রহ করবে সরকার। এজন্য প্রতিকেজি গমের মূল্য ধরা হয়েছে ২৮ টাকা।
খাদ্যমন্ত্রী বলেন, ২ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান, চাল সংগ্রহ অভিযান চলবে। আর ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত চলবে গম সংগ্রহ।