মুক্তবার্তা ডেস্ক:ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নগ্ন হয়ে বিক্ষোভ করেছে তামিলনাড়ু প্রদেশের কয়েকজন কৃষক। খবর দ্য হিন্দুর।
সোমবার সকালে তারা কৃষি ঋণ মওকুফ করার জন্য অভিনব এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এলাকা থেকে পুলিশ তাদের সরিয়ে দিলে তারা দিল্লির যন্তর মন্তরের সামনে এসে প্রতিবাদ কর্মসূচি পালন করছে। গত তিন সপ্তাহের বেশি সময় ধরে তারা এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।
গত শুক্রবার এক নারীসহ তামিলনাড়ুর পাঁচ কৃষক ঋণ মওকুফের জন্য নিজেদের হাত কেটে যন্তর মন্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তাদের বক্তব্য, কেন্দ্রীয় সরকার এখন নিশ্চয়ই তাদের এই দুর্দশা দেখে জেগে উঠবে।
কৃষকরা বলেন, ‘আমরা দুই সপ্তাহের বেশি সময় ধরে এখানে অবস্থান করছি। কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। অনেক রাজনীতিবিদ এখানে এসে আমাদের সমর্থন জানিয়েছে। আমরা এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ চাই। আজ আমরা দেশকে প্রতিবাদের রক্ত দিচ্ছি। কিন্তু দেবার মতো আমাদের আর কিছু নেই।’
একজন কৃষক জানান, কৃষকদের দুরাবস্থার কথা জানাতে আমরা শরীর থেকে রক্ত ঝরাচ্ছি। আমরা অমানবিক জীবন-যাপন করতে বাধ্য হচ্ছি।
গত বৃহস্পতিবার কয়েকজন কৃষক মারাত্মক হিট স্ট্রোকে আক্রান্ত হয়। তারা ডায়রিয়া ও ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।