মেহেদী হাসান স্টাফঃ কুয়াকাটা সৈকতের বেলাভূমিতে হাজার হাজার মরা পটকা মাছের দুর্গন্ধে পর্যটক-দর্শনার্থীদের ভোগান্তি হচ্ছে। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের চিংড়ি ধরার জালে আটকা পরে প্রতিদিন মারা পড়ছে হাজার হাজার পটকা মাছ। জেলেরা জাল থেকে পটকা মাছ গুলো ফেলে দিচ্ছে সাগরে। জোয়ার-ভাটার টানে মরা মাছ গুলো ভেসে এসে আটকে পরেছে কুয়াকাটা সমুদ্র সৈকতের বেলাভূমিতে। যা পচে-গলে গন্ধ ছড়াচ্ছে। ফলে পর্যটকরা চরম বিপাকে পরেছেন। স্বাচ্ছন্দ্যে সৈকতে বেড়াতেও পারছেন না তারা। কুয়াকাটা সৈকতের ঝাউ বাগান,লেম্ফুর বন,গঙ্গামতি সৈকতের বেলাভূমিতে এ দৃশ্য দেখা গেছে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হাজারো পটকা মাছ। অধিকাংশই পচে উৎকট দুর্গন্ধময় করে তুলছে চারপাশের পরিবেশ। স্থানীয় জেলে ছলেমান হাওলাদার জানান,প্রতিদিন দুইবার জোয়ারে এসব মাছ ভেসে আসছে কিনারে। ভাটার সময় পানি নেমে গেলেও মরা মাছগুলো আটকে থাকছে। সকলের মন্তব্য,এসব অপসারণে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান,পটেট্রাডোন কাডকুটিয়া প্রজাতির এসব পটকা মাছ খুবই বিষাক্ত। কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান জানান,বিষয়টি তিনি দেখে প্রয়োজনীয় ব্যাবস্থা নিচ্ছেন।
কুয়াকাটার পর্যটকরা চরম বিপাকে,মরা পটকা মাছের কারনে।
