কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ডাকাতির জন্য ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ছাব্বিরুল ইসলাম জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে একদল ডাকাত অবস্থান করছিল। খবর পেয়ে ডিবি পুলিশ ও কুষ্টিয়া মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করলে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত এক ডাকাত সদস্যকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ আলী, কনস্টেবল নুরুল আলম, নাজমুল হাসান ও জয়নাল হোসেন।

ওসি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, দুটি পাইপগান, একটি রামদা, এক রাউন্ড শুটারগানের গুলি ও বেশ কিছু মোটা দড়ি উদ্ধার করা হয়েছে।

Related posts

Leave a Comment