কুমিল্লা নির্বাচন,জোটের সঙ্গে সমন্বয় ছাড়াই চলছে প্রচার

মুক্তবার্তা ডেস্ক:কুমিল্লায় মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কুকে সমর্থন দিলেও জোটের সঙ্গে সমন্বয় ছাড়াই চলছে প্রচার। জোটের পক্ষ থেকে একটি সমন্বয় দল করা হলেও শরিকদের অভিযোগ বিএনপির পক্ষ থেকে তাদের সঙ্গে তেমন কোনো যোগাযোগই করা হচ্ছে না।

গত ১৫ মার্চ আনুষ্ঠানিক প্রচার শুরুর পর থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা সাক্কুর পক্ষে নিজেদের মতো প্রচার চালাচ্ছেন। অন্যদিকে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর বেশিরভাগ নেতাই অভিমান করে একদিনের জন্যও কুমিল্লায় পা রাখেননি। শুধুমাত্র জোটের সমন্বয়ক এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ কুমিল্লায় বেশ কয়েকদিন সময় দিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে তেমন সাড়া না পেলেও বেশ কয়েকজন শীর্ষ নেতা জোট সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে নিজেরাই কুমিল্লায় ছুটে গেছেন। বুধবার সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাসহ বেশ কয়েকজন কুমিল্লায় প্রচারে যান।

আগামী ৩০মার্চ দ্বিতীয় বারের মতো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোট হবে। গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় মনিরুল হক সাক্কু এবার প্রার্থী হয়েছেন বিএনপির। ২০ দলীয় জোটের পক্ষ থেকে তাকে সমর্থন দেয় শরিকদলগুলো।

গত ২ মার্চ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জোটের মহাসচিবদের বৈঠকে নির্বাচনে জোটের সমন্বয়ক করা হয় এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদকে।

ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনে জোট মনোনীত বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক ছাক্কুর পক্ষে কাজ করবেন ২০ দলীয় জোটের শরিক দলের নেতারা। তারা কুমিল্লায় গিয়ে জোট প্রার্থীর পক্ষে প্রচার চালাবেন।

গত ২২ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আগে জোটের পক্ষ থেকে দল গঠন করে করে মির্জা ফখরুলের নেতৃত্বে সাখাওয়াত হোসেনের পক্ষে প্রচারণায় চালিয়েছিলেন ২০ দলের শীর্ষ নেতারা। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেন জোটের শরিকরা।

জোট নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কুমিল্লা নির্বাচনে এমন সিদ্ধান্ত হলেও তা বাস্তবায়ন হয়নি। সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনা মতো প্রচারণা চালালে তা জোট সমর্থিত প্রার্থীর উপকারে আসত।

Related posts

Leave a Comment