মুক্তবার্তা ডেস্ক:কুমিল্লা শহরের কোটবাড়ির গন্ধমতি দক্ষিণ বাগমারা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাতটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
কুমিল্লার কোটবাড়ীতে জঙ্গি আস্তানা সন্দেহে তিন দিন ধরে ঘিরে রাখা বাড়িতে অভিযানের প্রস্তুতি শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ সুপার মো. আবিদ হোসেন জানিয়েছেন, জননিরাপত্তার স্বার্থে শুক্রবার সকাল থেকে কোটবাড়ীর দক্ষিণ বাগমারার ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। বন্ধ রাখা হয়েছে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ।
তিন তলা ওই বাড়িতে এক বা একাধিক জঙ্গি অবস্থান করছে এবং তাদের কাছে বিস্ফোরক রয়েছে বলে পুলিশের ধারণা।
বাড়িটির নিচতলার আরেক পাশে বিজিবির এক সদস্যের পরিবার ভাড়া থাকে। দ্বিতীয় তলায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস করে থাকেন। তৃতীয় তলার নির্মাণকাজ এখনো কাজ শেষ হয়নি।
কুমিল্লা পুলিশ, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র্যাব সদস্যরা বুধবার দুপুর থেকে ওই বাড়ি ঘিরে রেখেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন সোয়াট ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা।
সকাল থেকেই পুরো এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোটবাড়ি থেকে বার্ড পর্যন্ত সড়কে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন বুধবার শেষ মুহূর্তের প্রস্তুতির মধ্যেই এই জঙ্গি আস্তানার খবর আসে।