মুক্তবার্তা ডেস্ক:টানা দ্বিতীয় দফা কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব নিলেন বিএনপি নেতা মনিরুল হক সাক্কু। শপথ গ্রহণের ছয় দিনের মাথায় সিটি করপোরেশনের প্রথম সভায় কুমিল্লার জেলা প্রশাসক জাহাংগীর আলম তার হাতে মেয়রের দায়িত্বভার তুলে দেন।
বুধবার দুপুরে সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র সাক্কুর পাশাপাশি দায়িত্ব বুঝে নেন নির্বাচিত ২৯ কাউন্সিলরও। বৃহস্পতিবার প্যারেলে মুক্তি দিয়ে জেলে থাকা দুই কাউন্সিলরকে ঢাকায় শপথ গ্রহণ করানো হবে।
মেয়াদ শেষে প্রশাসক নিয়োগের পর থেকে গত তিন মাস ধরে কুমিল্লার জেলা প্রশাসক সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করে আসছিলেন। সভার শুরুতে তিনি সিটি করপোরেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বলেন, ‘কুমিল্লা শহরকে বাসযোগ্য করে তুলতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের চিন্তা ভাবনাকে সুদূরপ্রসারী করতে হবে।’
কুমিল্লার জেলা প্রশাসক বলেন, ‘শহরের পয়:নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত সেকেলে। স্বল্প বৃষ্টিতেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্জ্য ব্যবস্থাপনাও একেবারেই দুর্বল।’
নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে জেলা প্রশাসক বলেন, ‘আপনাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে এগুলে সমস্যা দ্রুত নিরসন সম্ভব। কুমিল্লা শহরে যে যার মত করে ভবন নির্মাণ ও পুকুর ভরাট করছে। এটা বন্ধ করতে হবে।’