কুতুবদিয়ায় অস্ত্রসহ ৬ জলদস্যু গ্রেফতার

মুক্তবার্তা ডেস্ক:কক্সবাজারের কুতুবদিয়ার উত্তর ধুরং অব্বাস আলী পাড়া এলাকা হাটখালী বয়ার পশ্চিম পাশ থেকে ট্রলারসহ ছয় জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় দুইটি দেশি বন্দুক জব্দ করা হয়। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড পূর্বজোনের কুতুবদিয়া স্টেশন সূত্র জানায়, কুতুবদিয়া কন্টিনজেন্ট কমান্ডার মো. অাফসার উদ্দিনের নেতৃত্বে কোস্ট গার্ড সদস্যরা টহলদানকালে একটি ট্রলারকে সন্দেহ হলে দাঁড়াতে নির্দেশ দেয়।

কিন্তু তারা পালাতে চেষ্টা করলে ধাওয়া দিয়ে বোটটি ধরা হয়। এ সময় ট্রলারটি থেকে ছয়জন চিহ্নিত ডাকাতকে আটক করা হয়। বোট থেকে দুইটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

আটকরা হলেন নোয়াখালীর বশির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (৪২), জামাল উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (২৬), শফিআলমের ছেলে তামজিদ (২৫), আবুল হাসেমের ছেলে গিয়াস উদ্দিন (২৫), চট্টগ্রামের লাতু মিয়ার ছেলে শাহবুদ্দিন উদ্দিন (৩২), আমির হোসেনের ছেলে ইউনুস (৩২)।

Related posts

Leave a Comment