মুক্তবার্তা ডেস্ক:বরিশাল নগরের চাঁদমারির কীর্তনখোলা নদীতে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। আজ শনিবার রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।।
দগ্ধরা হলেন, নাজমুল, হুমায়ন, শহীদ ও আবু সুফিয়ান। আবু সুফিয়ান ছাড়া বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বরিশাল মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের রেজিস্ট্রার জানান, আশঙ্কাজনক তিনজনের মধ্যে দুজনের শ্বাসনালি গুরুতর দগ্ধ হয়েছে। এ ছাড়া একজনের মাথাও দগ্ধ হয়েছে। ওই তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছে।
নৌ পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোতালেব হোসেন জানান, রাত পৌনে নয়টার দিকে কীর্তণখোলার চানমারি খেয়াঘাটের বিপরীত তীরে ট্যাংকারটি নোঙ্গর করা ছিল। গত বুধবার জ্বালানি তেল নিয়ে ট্যাংকারটি চট্রগ্রাম থেকে বরিশাল মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে আসে।
শনিবার রাতে মেঘনা ডিপোতে তেল খালাস করার জন্য ট্যাংকারটি চালু করা হলে ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এতে ওই ট্যাংকারের কর্মচারী নাজমুল, হুমায়ন, শহীদ ও আবু সুফিয়ান গুরুতর দগ্ধ হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল তাদের উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।