মুক্তবার্তা ডেস্ক: নিজ দলের মধ্যে বিভেদ ও ঐক্য নিয়ে আবারও নেতা-কর্মীদের সতর্ক করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ভেতর কিছু সমস্যা আছে জানিয়ে তিনি বলেছেন, এই বিভেদ বহন করা আওয়ামী লীগের পক্ষে আর সম্ভব নয়। এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় ক্ষমতাসীন দলের নেতা এই কথা বলেন। ১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ায় এই আলোচনার আয়োজন করে জাতীয় প্রেসক্লাব।
আলোচনায় দীর্ঘ বক্তব্যে ওবায়দুল কাদের দলের ভেতরকার অনৈক্য, জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দাবির বিষয় নিয়েই বেশি কথা বলেন।
কাদের বলেন, ‘এ বছর আমরা অনৈক্য অ্যাফোর্ড করতে পারব না। আওয়ামী লীগের জন্য সমর্থনের কোন কমতি নেই। কিন্তু দলের ভেতর কিছু সমস্যা আছে। সেগুলোকে সমাধান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’