মুক্তবার্তা ডেস্ক:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে কালিকাপ্রসাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মর্মান্তিক দুর্ঘটনায় আমি স্তম্ভিত। তার মৃত্যু বাংলার সঙ্গীত জগতের জন্য বড় ক্ষতি।
মমতা আরো যোগ করেন, কালিকাপ্রসাদের মৃত্যু আমার ব্যক্তিগত ক্ষতিও। কারণ সে আমার একজন ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইলো।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দোহার ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও প্রধান গায়ক কালিকাপ্রসাদের। গুরুতর আহত হন দলের অন্য সদস্যরা। সিউড়ি যাওয়ার সময় কালিকাপ্রসাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি কার্লভার্টে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় কালিকাপ্রসাদ ও দলের অন্যান্য সদস্যদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কালিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।