মুক্তবার্তা ডেস্ক:মাদারীপুরের কালকিনি উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ।
এলাকাবাসীর বরাত দিয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, গতকাল দুপুরে হাবিব মোল্লার ঘেরে মাটি কাটার সময় কষ্টি পাথরটি দেখতে পায় শ্রমিকরা। বিষয়টি ধামাচাপ দিয়ে রাত পর্যন্ত গোপন করে রাখা হয়। পরে বিষয়টি জানতে পেরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে। সেটি এখন থানায় রাখা হয়েছে।